Custom and Shipping charge

আমাদের বেশীরভাগ কাষ্টমার যেহেতু B2B/ হোলসেল ধরনের ব্যাবসায়ী, তাই বানিজ্যিক উদ্দেশ্যে আনা পন্যের জন্য অবশ্যই আপনাকে কাষ্টমস ট্যাক্স বা শীপিং চার্জ প্রদান করতে হবে। পণ্য আসার পর আপনার আনিত পণ্যের প্রকৃত ওজনের উপর হিসাব করা হবে।

কাস্টমস ও শিপিং চার্জঃ কাস্টমস ও শিপিং চার্জ পন্য/অর্ডার ভ্যালুর উপর কম/বেশি হয়ে থাকে। Chinawholesale.com.bd তে যেকোনো প্রোডাক্টের শীপিং চার্জ ৬৫০ টাকা প্রতি কেজি(সর্বনিম্ন অর্ডার ১০ কেজি+), তবে যেকোনো ব্যাটারি আইটেম, কসমেটিকস, ক্রিম, গার্মেন্টস, যেকোনো প্রকারের লিকুইড পণ্য, যেকোনো প্রকারের ক্যামিকাল, ঘড়ি, সানগ্লাস, যেকোনো নকল বা ডুপ্লিকেট পণ্য,খাদ্যদ্রব্য, বীজ বা উদ্ভিদ জাতীয় পণ্য ইত্যাদি পণ্যের শীপিং চার্জ অন্যান্য পণ্য হতে বেশী হয়ে থাকে। সেক্ষেত্রে পণ্য অর্ডারের ২৪ ঘন্টার মধ্যেই আপনাকে আমাদের সাপোর্ট সেন্টার হতে সঠিক শীপিং চার্জ সম্মন্ধে অবহিত করা হবে অথবা আপনি চাইলেও পণ্য অর্ডারের পূর্বে সাপোর্ট সেন্টারে ফোন বা ম্যাসেজ করে সঠিক শীপিং চার্জ সম্মন্ধে জেনে নিতে পারবেন। 

বিঃদ্রঃ- কাষ্টমস ও শিপিং চার্জ প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে আবার এয়ার ভাড়া, CNF চার্জ ও বিভিন্ন কারনে পরিবর্তনযোগ্য। তাই অনিবার্য ক্ষেত্র বিশেষে শীপিং চার্জও পরিবর্তিত হতে পারে। 

ওজনের হিসাবঃ আমাদের অনেক ব্যাবসায়ী ভাই/বোনদের অনেকেই নতুন উদ্যোক্তা বা ছোট/মাঝারী ব্যবসায়ী। তাই আমাদের অর্ডারগুলোও অনেক ক্ষেত্রে ছোট পরিমানের হয়ে থাকে। সেক্ষেত্রে পন্যগুলি চায়না থেকে বড় কার্টুনে রি-প্যাকিং করে তারপর শিপমেন্ট করতে হয়। উক্ত বড় কার্টুনের জন্য আমাদের চায়নাতে পেমেন্ট করতে হয় এবং এয়ার/শিপ/কাস্টমস সবাইকে টোটাল ওজনের উপরে পেমেন্ট করতে হয়। কিন্তু আমাদের বেশিরভাগ কাস্টমার এই বড় কার্টুনের ভাগ নিতে চান না। তাই আমাদের প্রতিটি পণ্য আলাদা করে ওজন করতে হয়। আমাদের প্রতিটি প্যাকেট এর ওজন আলাদা হবে ১০০ গ্রাম এর গূনিতক হিসাব করা হয়। যেমন আপনার কোন প্যাকেট এর ওজন ৬৭০ গ্রাম হলো তাহলে ৭০০ গ্রাম হিসাব হবে। যদি আপনার একাধিক অর্ডার থাকে তাহলেও প্রতি প্যাকেট আলাদা আলাদা ওজন হিসাব হবে।