চায়নার অভ্যন্তরীন লোকাল কুরিয়ার চার্জঃ পণ্যের মুল্যের সাথে চায়নার অভ্যন্তরীন লোকাল কুরিয়ার/ ট্রান্সপোর্ট চার্জ অন্তর্ভুক্ত নয়। এই চার্জ অবশ্যই আলাদা ভাবে প্রদান করতে হবে।সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট অর্ডারের ২৪ ঘন্টার মধ্যে চীনের অভ্যন্তরীন কুরিয়ার চার্জের বিষয়ে আমাদের সাপোর্ট সেন্টার থেকে আপনার সাথে যোগাযোগ করে এই চার্জ সম্মন্ধে অবহিত করা হবে।
ঢাকার ভিতরে নিম্নোক্ত হারে চার্জ আসবেঃ
- প্রথম কেজি ১২০ টাকা ও পরবর্তী কেজি ৩০ টাকা হারে কুরিয়ার চার্জ আসবে। মনে করুন আপনার পণ্যের ওজন ৩কেজি ৬০০ গ্রাম । আপনার ডেলিভেরী চার্জ আসবে প্রথম কেজির জন্য ১২০ টাকা ও পরবর্তী ২কেজি ৬০০ গ্রাম কে ৩ কেজি হিসাবে ৯০ টাকা সহ ২১০ টাকা আসবে।
ঢাকার বাইরে নিম্নোক্ত হারে চার্জ আসবে
- প্রথম কেজি ১৫০ টাকা ও পরবর্তী কেজি ৪০ টাকা হারে কুরিয়ার চার্জ আসবে। মনে করুন আপনার পণ্যের ওজন ৩কেজি ২০০ গ্রাম । আপনার ডেলিভেরী চার্জ আসবে প্রথম কেজির জন্য ১৫০ টাকা ও পরবর্তী ২কেজি ২০০ গ্রাম কে ৩ কেজি হিসাবে ১২০ টাকা সহ ২৭০ টাকা আসবে।
বিঃদ্রঃ উক্ত রেট কুরিয়ার কম্পানির ভিন্নতার বা ডেলিভারির লোকেশনের ওপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে।