How To Buy

টিউটোরিয়াল দেখতে ক্লিক করুন

 

✅ আপনি যে পন্য কিনতে চান তার ছবি গুগল/আলিএক্সপ্রেস/দারাজ বা যেকোন সাইট থেকে কালেক্ট করে মোবাইল/কম্পিউটারে সেভ রাখুন।

✅ এবার আমাদের সাইট www.chinawholesale.com.bd সাইট এ যান।

✅ সার্চ বারে ক্যামেরার আইকনে ক্লিক করে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে এন্টার বাটন চাপুন।

✅ অথবা আপনি যে পন্য কিনতে চান তার নাম/মডেল সার্চ বারে লিখে এন্টার দিন অথবা সার্চ চিহ্নে ক্লিক করুন

✅ দেখবেন আপনার দেয়া ছবি/লেখার সাথে ম্যাচ করে বিভিন্ন দামের অনেক পন্য দেখা যাচ্ছে।

✅ আপনার বাজেট এর সাথে ম্যাচ করে এমন পন্যের উপর ক্লিক করুন এবং পন্যের ডিটেইলস ও সেলার রেটিং দেখুন।

✅ যদি পন্যটি আপনার পছন্দ হয় তাহলে ADD TO CART ক্লিক করুন (মনে রাখবেন ন্যুনতম ৩ পিসের নিচে(বা ৫০০০ টাকা মূল্যমানের) অর্ডার করলে ADD TO CART বাটন কাজ করবে না। তাই মিনিমাম ৩ পিস/সেট অর্ডার করতে হবে।

✅ ADD TO CART করার পর আপনি পন্যের মুল্য ও চায়না থেকে বাংলাদেশের শিপিং/কাষ্টমস চার্জ আলাদাভাবে দেখতে পারবেন,তবে চায়না লোকাল কুরিয়ার চার্জ সম্মন্ধে অর্ডার করার ২৪ ঘন্টার মধ্যে আমাদের সাপোর্ট সেন্টার হতে আপনার সাথে যোগাযোগ করে জানানো হবে।

✅ চায়না থেকে বাংলাদেশের শিপিং ও কাষ্টমস চার্জ এটা সাইটে উল্লেখিত ওজন এর উপর হিসাব হয়। তবে পন্য আসার পর প্রকৃত ওজন হিসেবে শিপিং চার্জ পুনঃনির্ধারিত হবে।

✅ আপনি পন্যটির অর্ডার কনফার্ম করতে চাইলে এবার CHECK OUT বাটন প্রেস করে অর্ডারটি কলফার্ম করুন।

✅ লক্ষ্য করুন আপনার টোটাল মুল্যের ৬০% টাকা পেমেন্ট অপশনে দেখাচ্ছে। এই ৬০% পেমেন্ট করেই আপনি অর্ডার করতে পারবেন। বাকি টাকা পন্য আসার পর ডেলিভেরীর সময় পেমেন্ট করবেন।

✅ আপনি পেমেন্ট অপশন থেকে যেকোন লোকাল কার্ড/বিকাশ/রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন । তবে আমাদের আমাদের ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর মাধ্যমেও আপনি পণ্যের পেমেন্ট এডভান্স করতে পারবেন। সেক্ষেত্রে অর্ডার কনফার্মের জন্য আপনার ক্যাশ ডিপোজিট স্লিপ বা অনলাইন ট্রান্সফারের স্ক্রিন শটটি আমাদের সাপোর্ট সেন্টারের প্রতিনিধির সাথে শেয়ার করতে হবে।

✅ পেমেন্ট কমপ্লিট হলে সাথে সাথে আপনার মেইল এ কনফার্মেশন সহ চালান পাবেন।

✅ যদি আপনি অনলাইনে পেমেন্ট এ অভ্যস্ত না থাকেন তাহলে আমাদের প্রতিনিধির হেল্প নিন। আপনার পছন্দের পন্যের লিঙ্ক আমাদের ইনবক্স করুন। আমাদের প্রতিনিধি আপনাকে সম্পূর্ণ ভাবে সহযোগীতা করবেন।

❌❌ সকল প্রকার লেনদেন ব্যাংক, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ/রকেট মার্চেন্ট নাম্বারে করুন। ক্যাশ ট্রানজেকশান এর ব্যাপারে শুধুমাত্র অফিসে এসে টাকা এডভান্স করে মানি রিসিপট গ্রহন করার জন্য অনুরোধ করা যাচ্ছে ❌❌